কেজিতে ৮০০ গ্রাম মিষ্টি আর ২০০ গ্রাম মোড়ক

এক কেজি মিষ্টি কিনলে পাওয়া যায় ৮০০ গ্রাম। বাকি ২০০ গ্রাম মোড়কের ওজন। অপ্রয়োজনীয় মোটা মোড়ক ব্যবহার করে মিষ্টি বিক্রিতা ওজনের এমন কারচুপি করে গ্রাহক ঠকাচ্ছিল চট্টগ্রামের মিরসরাইয়ের ‘মিষ্টিমুখ’ নামের একটি প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চিনকিআস্তানা এলাকায় নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযানে এই প্রতারণা ধরা পড়ে।

এই প্রতিষ্ঠানের মালিক ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের মো. রবিউল হোসেন। ওজনে কারচুপি ছাড়াও প্রতিষ্ঠানটির ব্যবসার বৈধ কাগজপত্র নেই। প্রতিষ্ঠানটি দেশের বেশ কিছু উন্নত ব্র্যান্ডের মিষ্টির মোড়ক ব্যবহার করে তাতে নিম্নমানের মিষ্টি বিক্রি করে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শংকর প্রসাদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিষ্টিমুখ প্রতিষ্ঠানটি থেকে ২০০ গ্রাম ওজনের ৪৩টি নকল মোড়ক জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। বৈধ কাগজপত্র না থাকা ও জালিয়াতির জন্য মালিককে সতর্ক নোটিশ দেওয়া হয়েছে। এরপরও না শোধরালে প্রতিষ্ঠানটি ও এর মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।