রূপনগরের আগুন, পুড়েছে ২০০ ঘর

রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এ আগুনে ইতিমধ্যে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা জানান, রূপনগরের রজনীগন্ধা অ্যাপার্টমেন্টের পেছনে ‘ট’ ব্লক বস্তিতে সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগে। সেখানে বাঁশ ও টিনের একটি ছাপরাঘরে প্রথমে আগুন লাগে। সেখান থেকে এর গা ঘেঁষে থাকা অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এখানকার বাসিন্দারা দ্রুত দৌড়ে বেরোতে পারলেও কোনো মালামাল বের করতে পারেনি। আগুন লাগার খবর পেয়ে ১৬টি ইউনিট আগুন নেভাতে শুরু করে।

রূপনগর বস্তিতে সকাল আগুন লাগে। ছবি: সাজিদ হোসেন
রূপনগর বস্তিতে সকাল আগুন লাগে। ছবি: সাজিদ হোসেন

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাশ প্রথম আলোকে বলেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পুরোপুরি চেষ্টা করছে। এখানে মূলত রিকশাচালক, দিনমজুর, পোশাক কারখানার কর্মীদের মতো নিম্ন আয়ের মানুষেরা থাকেন। আগুন লাগার সময় অনেকেই কর্মস্থলে ছিলেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক পাওয়া যায়নি।

আগুনে বস্তির কয়েক শ ঘর পুড়ে গেছে। ছবি: সাজিদ হোসেন
আগুনে বস্তির কয়েক শ ঘর পুড়ে গেছে। ছবি: সাজিদ হোসেন
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ছবি: সাজিদ হোসেন
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ছবি: সাজিদ হোসেন