সীতাকুণ্ডে লেগুনাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দেয় একটি মিনি কাভার্ড ভ্যান। এতে লেগুনাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় যাত্রী।

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অন্য পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পুলিশ আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি।

নিহত লেগুনা চালকের নাম মো. ইলিয়াছ মিয়া (২২)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনির আহমেদ প্রথম আলোকে বলেন, লেগুনাটি একটু কোনাকুনি করে মহাসড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ডভ্যান পেছন থেকে লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনাচালক নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পাশে থাকা দোকানে ঢুকে যায়।