বাল্যবিবাহের অপরাধে বরসহ ৮ জনের সাজা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহের অপরাধে বরসহ আটজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত সাড়ে নয়টার দিকে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আদালত বসিয়ে এই সাজা দেওয়া হয়। আদালত পরিচালনা করেন সখীপুরের ইউএনও আসমাউল হুসনা।

স্থানীয় প্রশাসন ও পুলিশ জানায়, গত সোমবার উপজেলার একটি গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের সঙ্গে নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে চার লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ের নিবন্ধন (রেজিস্ট্রি) করেন একজন কাজির সহকারী নাসির উদ্দিন। খবর পেয়ে বুধবার বিকেলে ইউএনও বোয়ালী গ্রামে যান এবং বাল্যবিবাহের সত্যতা পান। পরে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর ও কাজির সহকারীসহ আটজনকে সাজা দিয়েছেন ইউএনও।

উপজেলার যাদবপুর ইউনিয়নের কাজি হেলাল উদ্দিনের সহকারী ও বোয়ালী ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক নাসির উদ্দিনকে এক বছর, বর রফিকুল ইসলাম, বরের বাবা সিরাজ মিয়া, বরের চাচা আলম মিয়াকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। আর কনের মা, কনের দাদা, কনের বড়ভাই ও কনের খালাতো ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রাতে ইউএনও প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের অপরাধে বরসহ আটজনকে সাজা দেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।