শিক্ষার্থীকে বেঁধে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রবিউল ইসলাম (১৩) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরে ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক শাহ জালালকে গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করেছে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা আজিজ মোল্লা বলেন, ‘আমি শেরপুরের শ্রীবরদী উপজেলার গরজিপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে আমি পরিবার নিয়ে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার পশ্চিম কালাদী এলাকার মজিবুরের বাড়িতে ভাড়া থাকি। আমি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাই। আমার চার সন্তানের মধ্যে বড় ছেলে রবিউল ইসলামকে কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্যে আমি তাকে স্থানীয় কালাদী মদিনা মসজিদের হিফজখানায় কোরআন শিক্ষার জন্য ভর্তি করাই। ওই মাদ্রাসার পরিচালক শাহ জালাল স্থানীয় এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে হিফজখানার কয়েকজন শিক্ষার্থী তাঁর স্ত্রীকেমুঠোফোনে জানায়। এ নিয়ে শাহ জালালের সঙ্গে তাঁর স্ত্রীর বাগ্‌বিতণ্ডা ও ঝগড়া হয়। এর জের ধরে গতকাল সকালে মসজিদের দ্বিতীয় তলায় একটি কক্ষে আমার ছেলে রবিউল ইসলামকে দায়ী করে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি পেটানশাহ জালাল। একপর্যায়ে মারের তীব্রতায় আমার ছেলে রবিউল জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে আবারও তাকে নির্যাতন করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি আমরা। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযুক্ত শিক্ষক শাহ জালালকে গ্রেপ্তার করা হয়েছে।