জয়পুরহাটে বেশি দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

বেশি দামে মাস্ক বিক্রি করার অভিযোগে তিনটি ওষুধের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়ার হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

করোনাভাইরাস-আতঙ্কে জয়পুরহাটে মাস্ক কেনার ধুম পড়েছে। আর এ সুযোগে জেলা শহরের বিভিন্ন ওষুধের দোকানে বেশি দামে মাস্ক বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশি দামে মাস্ক বিক্রি করায় পৌর শহরের তিনটি ওষুধের দোকানকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এগুলো হলো মণ্ডল ফার্মেসি, পলাশ সার্জিক্যাল স্টোর ও চৌধুরী মেডিসিন শপ। এ সময় জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক রাজীব দাশ উপস্থিত ছিলেন।