দ. কোরিয়াপ্রবাসী ফেরার পর 'হোম কোয়ারেন্টাইনে'

করোনাভাইরাসের হানায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত দক্ষিণ কোরিয়া থেকে ২ মার্চ দেশে ফেরেন তিনি। দেশে ফিরে কুষ্টিয়া শহরে নিজ পরিবারে গিয়ে ওঠেন। এখন তিনি সুস্থ থাকলেও স্ত্রীর কাশি হয়েছে। তাই সতর্কতা হিসেবে করোনা নিয়ন্ত্রণ সেলে নিজেই ফোন করে জানান বিষয়টি। এরপরই ওই দম্পতিকে আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণের শঙ্কায় পৃথক রাখা) রাখা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ে খোলা করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িত্বে থাকা চিকিৎসক রাকিবুল ইসলাম। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ২ মার্চ দক্ষিণ কোরিয়া থেকে এক যুবক কুষ্টিয়া শহরের একটি এলাকায় আসেন। তাঁর স্ত্রী দেশেই ছিলেন। ওই যুবক আজ নিজে ফোন করে জানান, তিনি সুস্থ থাকলেও তাঁর স্ত্রীর কাশি আছে। তাঁদের দুজনকেই বাড়ির একটি কক্ষে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে কি না? জানাতে চাইলে রাকিবুল ইসলাম বলেন, ‘তাঁদের কাছে যাওয়া হয়নি। তবে তাঁরা যেন ওই কক্ষে থাকেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। খাবারও যেন দূর থেকে দেওয়া হয়।’