করোনাভাইরাসের লক্ষণ নেই গাইবান্ধার ৪ চীনার শরীরে

করোনাভাইরাস
করোনাভাইরাস

গাইবান্ধায় কর্মরত চীনের চার নাগরিককে একটি প্রতিষ্ঠানের ঘরে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সেখানে যাচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ তাঁদের শরীরে পাওয়া যায়নি।

আজ শনিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম বলেন, চীন থেকে গাইবান্ধায় আসা চারজনকে ৬ মার্চ থেকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়। এখন পর্যন্ত তাঁদের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধায় মহাসড়ক সম্প্রসারণের কাজ করছে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে চীনের ৩১ জন নাগরিক কাজ করছেন। তাঁদের মধ্যে কোয়ারেন্টিনে রাখা চারজন সম্প্রতি ছুটি শেষে চীন থেকে গাইবান্ধায় ফিরেছেন। তাঁরা সুস্থ—চীনের স্বাস্থ্য বিভাগ ও বিমানবন্দর কর্তৃপক্ষ এমন প্রত্যয়নপত্র দিয়েছে। তারপরও সতর্কতার অংশ হিসেবে তাঁদের ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে।