মিরপুরের ঝুটপট্টিতে আগুন

মিরপুর ১০ ব্লক ডি ঝুটপট্টিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ছবি: আশরাফুল আলম
মিরপুর ১০ ব্লক ডি ঝুটপট্টিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ছবি: আশরাফুল আলম

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার ঝুটপট্টির গোডাউনে আগুন লেগেছে। আজ শনিবার বেলা ১টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শিকদার প্রথম আলোকে বলেন, বেলা ১টা ২৫ মিনিটে পল্লবী থানার মিরপুর ১০ নম্বর এলাকার ঝুটপট্টির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করেছে।

মিরপুর ১০ ব্লক ডি ঝুটপট্টিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ছবি: আশরাফুল আলম
মিরপুর ১০ ব্লক ডি ঝুটপট্টিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ছবি: আশরাফুল আলম

আগুন লাগার ব্যাপারে পল্লবী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আকলিমা খাতুন প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন। আগুনে হতাহত হওয়ার কোনো খবর মেলেনি। ঝুটের কারখানা থেকে আগুন লেগেছে বলে তাঁরা জানতে পেরেছেন।

মিরপুর ১০ ব্লক ডি ঝুটপট্টিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ছবি: আশরাফুল আলম
মিরপুর ১০ ব্লক ডি ঝুটপট্টিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ছবি: আশরাফুল আলম

এর আগে গত বুধবার রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই শর বেশি ঘর পুড়ে যায়।