মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জে আজ শনিবার সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। ছবি: আব্দুল মোমিন।
মানিকগঞ্জে আজ শনিবার সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। ছবি: আব্দুল মোমিন।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি অটোরিকশার যাত্রী ছিলেন। আজ শনিবার সকালে উপজেলার কৌড়ি এলাকায় মানিকগঞ্জ-ঝিটকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম লিটন প্রামাণিক (৩২)। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আফছার প্রামাণিকের ছেলে। লিটন গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ছুটি শেষে আজ তিনি কর্মস্থলে ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা সড়কে ঝিটকাগামী গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ তিন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদরের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যাত্রী লিটনকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।