চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত হতে পারে আজ

চাঁদপুর
চাঁদপুর

বিএনপির প্রার্থীর আকস্মিক মৃত্যুর কারণে চাঁদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন গত শুক্রবার স্থগিত হয়। এবার পৌরসভার পুরো নির্বাচনই স্থগিত হওয়ার প্রক্রিয়া চলছে। আজ সোমবার বিকেলে এই নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

তবে কী কারণ উল্লেখ করে নির্বাচন স্থগিত দেখানো হবে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল।

৯ মার্চ প্রতীক বরাদ্দের পর মেয়র পদে ৩ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪ জন প্রচারাভিযান ও গণসংযোগ শুরু করেন। গত শুক্রবার ভোরে বিএনপির মেয়র প্রার্থী শফিকুর রহমানের মৃত্যুতে শুধু মেয়র পদে নির্বাচন স্থগিত করা হয়।

কয়েকজন প্রার্থী জানান, মেয়র পদে ভোট স্থগিত হওয়ার পর থেকে এই নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের উৎসাহে ভাটা পড়েছে। অনেক প্রার্থী এই নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ‘২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে মেয়র ও অধিকাংশ কাউন্সিলর প্রার্থী নির্বাচনটি একসঙ্গে হওয়ার দাবি জানিয়ে আসছিলেন। নির্বাচন কমিশন এ ব্যাপারে আজ বিকেলের মধ্যে একটি সিদ্ধান্ত জানাবে।’