বউভাতে গিয়ে তাঁরা পেলেন আমের চারা

বিয়ে, বউভাতসহ নানা অনুষ্ঠানে উপহার দেওয়ার রেওয়াজ আছে, তবে তা অনুষ্ঠান আয়োজকদের জন্য; কিন্তু ব্যতিক্রম ঘটেছে বাগেরহাটের চিতলমারীতে। সেখানে বউভাতের এক অনুষ্ঠনে উল্টো আগত অতিথিদের উন্নত জাতের আমের চারা উপহার দেওয়া হয়েছে।

অপ্যায়নের পাশাপাশি আগত অতিথিদের যাওয়ার সময় একটি করে আমের চারা তুলে দেন নবদম্পত্তি। গত শনিবার রাতে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের কালশিরা গ্রামের মুক্তিযোদ্ধা মাখন লাল ব্রহ্মের ছেলে মাধব ব্রহ্মের বউভাতে ছিল এই ব্যতিক্রমী আয়োজন। স্থানীয় ব্যক্তিরা জানান, মাধব ব্রহ্মের সঙ্গে রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের গোপাল পোদ্দারের মেয়ে সুমা পোদ্দারের বিয়ে হয়েছে। শনিবার বিকেলে বরের বাড়িতে বউভাতের আয়োজনে স্থানীয় ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠান  শেষে প্রত্যেককে গাছের চারা উপহার দেওয়া হয়।