ডাকটিকিটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

১৭ মার্চ, ১৯২০ সালের এই দিনে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ পূর্ণ হচ্ছে তাঁর জন্মশতবর্ষ। সে জন্য ২০২০ সালকে সরকার মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। একটি বিষয় লক্ষণীয়, যে মার্চ মাসে বাঙালির স্বাধীনতাসংগ্রামের সূচনা, সেই মার্চ মাসেই বঙ্গবন্ধুর জন্ম। বঙ্গবন্ধু এখন শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি বিপ্লব, একটি আন্দোলন এবং বাংলাদেশের স্রষ্টা। বিশ্ব ইতিহাসে তিনি এক ধ্রুবতারা।

ডাকটিকিট একটি দেশের প্রতিনিধিত্ব করে। ডাকটিকিটের মাধ্যমে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ব্যক্তিত্ব ইত্যাদিকে বিশ্বব্যাপী উপস্থাপন করা হয়। তাই বাংলাদেশ ডাক বিভাগ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীকে চির স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যে প্রকাশ করেছে ৫টি স্মারক ডাকটিকিট, ১টি স্মারক সিট ও ৬টি উদ্বোধনী খাম। ২০২০ সালে বাংলাদেশ ডাক বিভাগ মুজিব বর্ষ উপলক্ষে আজ (১৭ মার্চ) ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর ১০০টি ছবি–সংবলিত ১০০টি ডাকটিকিটসহ ১টি অ্যালবাম এবং বঙ্গবন্ধুর ভাষণ–সংবলিত টকিং ডাকটিকিট প্রকাশ করবে। এ ডাকটিকিটগুলো বাংলাদেশের ডাকটিকিটের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে। আশা করি বঙ্গবন্ধুপ্রেমীরা এ ডাকটিকিটগুলো সংগ্রহে রাখবেন।

প্রথমে বঙ্গবন্ধুর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯৭ সালের ১৭ মার্চ ৪ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। এর নকশাকার ছিলেন মোজাম্মেল হক।
প্রথমে বঙ্গবন্ধুর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯৭ সালের ১৭ মার্চ ৪ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। এর নকশাকার ছিলেন মোজাম্মেল হক।
এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০০৯ সালের ১৬ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। ডাকটিকিটে বঙ্গবন্ধুর ছবি স্থান পায়। এটির নকশা করেছিলেন আনোয়ার হোসেন।
এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০০৯ সালের ১৬ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। ডাকটিকিটে বঙ্গবন্ধুর ছবি স্থান পায়। এটির নকশা করেছিলেন আনোয়ার হোসেন।
২০১৮ সালের ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। এটির নকশা করেছিলেন সনজীব কান্তি দাস।
২০১৮ সালের ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। এটির নকশা করেছিলেন সনজীব কান্তি দাস।
সর্বশেষ ২০১৯ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়, যার নকশা করেছিলেন সনজীব কান্তি দাস।
সর্বশেষ ২০১৯ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়, যার নকশা করেছিলেন সনজীব কান্তি দাস।

লেখক: ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশান অব বাংলাদেশের (পিএবি) সাধারণ সম্পাদক।