জয়পুরহাটে আজ জন্ম নেওয়া শিশু পাবে উপহার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এদিন যে শিশুর জন্ম হবে, সে একটি করে তোয়ালে, মশারি ও মুজিব বর্ষের ক্রেস্ট উপহার পাবে। ছেলেশিশুর নাম মুজিব রাখার জন্য পরিবারকে উদ্বুদ্ধ করা হবে। জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগ মুজিব বর্ষের দিনে এ উদ্যোগ নিয়েছে।

জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক কাজী মোহাম্মদ জোবায়ের গালীব সাংবাদিকদের এসব কথা জানান।

উপপরিচালক কাজী মোহাম্মদ জোবায়ের গালীব বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জয়পুরহাট জেলায় যত শিশু জন্ম নেবে, সেসব শিশুর পরিবারের হাতে একটি করে তোয়ালে, মশারি ও মুজিব বর্ষের ক্রেস্ট উপহার হিসেবে দেওয়া হবে। জন্ম নেওয়া শিশু ছেলে হলে নাম মুজিব রাখার জন্য মা-বাবাকে উদ্বুদ্ধ করা হবে। তিনি আরও বলেন, জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিশু জন্ম নিলে সেখানেও পরিবার পরিকল্পনার টিম পৌঁছে যাবে উপহার নিয়ে।