মানিকগঞ্জে 'হোম কোয়ারেন্টিনে' না থাকায় প্রবাসীকে জরিমানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

‘হোম কোয়ারেন্টিনে’ না থেকে প্রকাশ্যে চলাফেরার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ইরাকপ্রবাসী একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এ সাজা দেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি ৫ মার্চ ইরাক থেকে দেশে ফেরেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সদ্য বিদেশফেরত প্রবাসী ব্যক্তিদের ‘হোম কোয়ারেন্টিনে’ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তাদের অন্তত ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও ইরাকফেরত ওই ব্যক্তি গতকাল সন্ধ্যায় বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেন।

এর আগে গত রোববার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার সৌদিফেরত এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন একই ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, সদ্য বিদেশফেরত প্রত্যেক ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি এই নির্দেশনা যিনিই উপেক্ষা করবেন, তাঁকেই আইনের আওতায় আনা হবে।