পাবনায় নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর সুমনা খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাহারা গ্রাম থেকে আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। সুমনা ওই গ্রামের সজিব হোসেনের মেয়ে।

এ ঘটনায় পুলিশ সজিব হোসেনের প্রতিবেশী দম্পতিকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় লোকজন ও সুমনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বিকেলে খেলার জন্য সুমনা বাড়ি থেকে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সুমনার বাবা ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে গ্রামের লোকজন নির্মাণাধীন বাড়ি থেকে দুর্গন্ধ পান। পরে সেখানে গিয়ে বস্তাবন্দী অবস্থায় সুমনার অর্ধগলিত লাশ মেলে।

সুমনার বাবা সজিব হোসেন অভিযোগ করেন, প্রতিবেশী এরশাদ হোসেন ও নারগিস আক্তার দম্পতির সঙ্গে তাদের বিরোধ আছে। তাঁরাই তাঁর মেয়েকে হত্যা করেছেন। তিনি মেয়ে হত্যার বিচার চান।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির প্রতিবেশী দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের আসামি করে মামলা করা হবে।