লাউয়াছড়া উদ্যানসংলগ্ন বনের আগুন নিয়ন্ত্রণে

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বেসরকারি সংস্থা হীড বাংলাদেশের পেছনের বনে জ্বলছে আগুন। ছবি: প্রথম আলো
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বেসরকারি সংস্থা হীড বাংলাদেশের পেছনের বনে জ্বলছে আগুন। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।আজ মঙ্গলবার দুপুরে এই আগুন লাগে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কমলগঞ্জ থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে বেসরকারি সংস্থা ‘হীড বাংলাদেশ’-এর কার্যালয়ের পেছনের বনে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদির বলেন, সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। সবার প্রচেষ্টায় সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।