বঙ্গবন্ধুর জন্মদিনে রাঙ্গাবালীর ইউএনওর ভিন্ন রকম উপহার

ছিন্নমূল এক মানুষের গায়ে নতুন পোশাক পরিয়ে দেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান। ছবি: প্রথম আলো
ছিন্নমূল এক মানুষের গায়ে নতুন পোশাক পরিয়ে দেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান। ছবি: প্রথম আলো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান আজ এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। উপজেলার দরিদ্র, মানসিক ভারসম্যহীন ছিন্নমূল মানুষদের খুঁজে বের করে তাদের নতুন পোশাক পরিয়ে দেন তিনি।

আজ দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ইউএনও মাশফাকুর রহমান উপজেলা সদরের বাহেরচর বাজার থেকে খালগোড়া বাজার পর্যন্ত দীর্ঘপথ ঘুরে দরিদ্র, মানসিক ভারসম্যহীন লোকজনকে খুঁজে বের করেন। ভারসম্যহীন কাউকে পেলেই তাকে দোকানে নিয়ে নতুন পোশাক কিনে গায়ে পরিয়ে দিয়েছেন তিনি। এভাবে ১৫ জন ভারসম্যহীন ব্যক্তিকে তিনি নতুন পোশাক দিয়েছেন। ইউএনওর এ ব্যতিক্রম কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

জানতে চাইলে ইউএনও মো. মাশফাকুর রহমান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনসহ সবাই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রাস্তাঘাটে মানসিক ভারসাম্যহীন দরিদ্র মানুষগুলো অযত্নে অবহেলায় ঘুরে বেড়ায়। তারাও এই সমাজেরই মানুষ। তাদেরও অধিকার আছে। তাই জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে এসব দরিদ্র মানুষের পাশে এসে দিবসটি উদযাপন করছি।’

ইউএনও বলেন, ‘আমার এ কাজের উদ্দেশ্য হলো, এতে করে সমাজের সামর্থ্যবান মানুষেরা এসব মানুষের পাশে দাঁড়াবে। একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেবে। তাদের এ কাজে উৎসাহিত করতে আমি আজকে এ কাজটি করেছি।’