কোয়ারেন্টিন না মানায় বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে হোম কোয়ারেন্টিন মানতে না চাওয়ায় যুক্তরাষ্ট্রফেরত এক ব্যক্তির (৭৫) বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নালিশ করেছেন তাঁরই ছেলে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরে বোঝানোর পর তিনি হোম কোয়ারেন্টিন মানবেন বলে অঙ্গীকার করেন।

অভিযোগকারী ছেলে প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা বাড়িতে থাকেন ঠিকই। কিন্তু নামাজ পড়া কিংবা অন্য কারণে বাইরে বের হতে চাইতেন। আমরা বাবাকে বাইরে যেতে নিষেধ করলেও তিনি মানতে চাইতেন না। উল্টো ধমক দিতেন। তখন তাঁকে বোঝানো হয়, করোনায় আক্রান্ত হলে দেশের নিরীহ মানুষ মরবে। পরে তিনি হোম কোয়ারেন্টিনে থাকতে রাজি হন।’ তিনি আরও বলেন, যখন তাঁরা তাঁর বাবাকে হোম কোয়ারেন্টিন মানাতে পারছিলেন না, তখন তিনি ইউএনওকে ফোন দেন। পরে ইউএনও তাঁকে বুঝিয়ে বলেন।

ইউএনও মিল্টন রায় বলেন, কেউ যদি হোম কোয়ারেন্টিন না মানেন, তাহলে সরকার তাঁকে মানতে বাধ্য করবে। প্রয়োজনে জেল–জরিমানা করবে।