কোয়ারেন্টিন না মানায় ৪ জনকে জরিমানা

বিদেশ থেকে এসে কোয়ারেন্টিন না মানায় চট্টগ্রামের চার উপজেলায় চারজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার তাঁদের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজা থেকে চট্টগ্রামের হাটহাজারীতে ফেরা এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ১১ মার্চ শারজা থেকে ফিরে হোম কোয়ারেন্টিন না মেনে ঘুরছিলেন। এ ছাড়া রাউজানে ওমান থেকে আসা একজনকে, আনোয়ারায় মধ্যপ্রাচ্য থেকে আসা একজন এবং পটিয়ায় অপরজনকে জরিমানা করা হয়।

প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় উল্লেখ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন বলেন, কোয়ারেন্টিনে থাকতে বলা হলেও তাঁরা বাইরে বাইরে ঘুরছিলেন। তাই তাঁদের জরিমানা করা হয়।

এদিকে ইতালিফেরত এক যুবককে নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে আটক করে পুনরায় ঘরে পাঠিয়ে দেন সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার।