রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ছিনতাইকারী ধরতে গিয়ে বাস চাপায় রাজধানীর কাফরুল থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে কাফরুল থানার আগারগাঁও তালতলা মোড়ে এই ঘটনা ঘটে। নিহত এএসআইর নাম জাহাঙ্গীর আলম। তাঁর গ্রামের বাড়ি পাবনা জেলায়।

কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) জাহানূর আলী প্রথম আলোকে বলেন, এএসআই জাহাঙ্গীর আলম কাফরুল থানার ছিনতাই প্রতিরোধ টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগারগাঁও তালতলা মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এএসআই জাহাঙ্গীর তাদের ধাওয়া করেন। তখন একটি বাস তাঁকে চাপা দেয়। পরে তাঁকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এএসআই জাহাঙ্গীর আলমের লাশ এখন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম প্রথম আলোকে বলেন, এএসআই জাহাঙ্গীর আলম বিকেল চারটা থেকে দায়িত্ব পালন করছিলেন। ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম। বাসচালক কিংবা ছিনতাইকারী কাউকে ধরা যায়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে।