২১ মার্চ থেকে সিঙ্গাপুরে বিমানের ফ্লাইট বন্ধ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফাইল ছবি

আরব আমিরাতের পর সিঙ্গাপুরেও ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ। আগামী ২১ মার্চ শনিবার থেকে বিমানের কোনো ফ্লাইট ঢাকা-সিঙ্গাপুর রুটে চলাচল করবে না। আজ বৃহস্পতিবার এ কথা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।

এর আগে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত আবর আমিরাতের দুবাই ও আবুধাবিতে ফ্লাইট বন্ধ রাখার কথা জানায় বিমান কর্তৃপক্ষ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকাসহ বিশ্বের ৫৫টি গন্তব্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ কারণে দুবাই ও আবুধাবির সঙ্গে ফ্লাইট বাতিল করে বিমান। এই দুটি রুটে প্রতি সপ্তাহে বিমানের ফ্লাইট ছিল ১৪টি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিমানের আন্তর্জাতিক ১৮টি রুটের মধ্যে এখন চালু থাকবে লন্ডন, ম্যানচেস্টার, ব্যাংকক। এই তিন রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট রয়েছে ১৪টি।