বিরল দুটি গন্ধগোকুল উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

বিরল প্রজাতির দুটি গন্ধগোকুল উদ্ধার করে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বন ছেড়ে লোকালয়ে গন্ধগোকুল দুটি আটকে পড়ে। রাতেই এগুলোকে বনে ছেড়ে দেন বন বিভাগের কর্মীরা।

রাত আটটার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের নিহার রঞ্জন দাসের বাড়ি থেকে গন্ধগোকুল দুটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিহার রঞ্জন দাসের বাড়িতে একটি গাছে বিরল প্রজাতির দুটি গন্ধগোকুল দেখতে পান বাড়ির লোকজন। পরে গন্ধগোকুল দুটিকে ধরে গাছ থেকে নামিয়ে মৌলভীবাজার বন্য প্রাণী অপরাধ ইউনিটকে জানানো হয়। খবর পেয়ে মৌলভীবাজারের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের নেতৃত্বে বন্য প্রাণী অপরাধ ইউনিটের একটি দল গতকাল রাতে প্রাণী দুটিকে উদ্ধার করে। রাতেই সে দুটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, প্রাণী দুটি সুস্থ থাকায় রাতেই সেগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।