মুঠোফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ছাত্র নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মুঠোফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের খালবাড়ী গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম আতিকুল রহমান (২০)। তিনি খালবাড়ী মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে। আতিকুলের বাবার নাম শহীদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুল সকাল নয়টার দিকে খালবাড়ী মাদ্রাসার পাশে গোপালগঞ্জ-রাজশাহী রেলপথে বসে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাঁর লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মুঠোফোনে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শও দেন তিনি।