ঢাকা-১০ আসনে ভোট পড়েছে ৫.২৮ শতাংশ, নৌকা জয়ী

অলংকরণ : তুলি
অলংকরণ : তুলি

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। ভোট পড়েছে ৫ দশমিক ২৮ শতাংশ।

আজ শনিবার রাতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন এ ঘোষণা দেন।

এ আসনে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটসংখ্যা ৩ লাখ ২১ হাজার ২৭৫। ভোট পড়েছে ৫ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৯৯৫ ভোট। বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট। এ ছাড়া জাতীয় প্রার্থীর হাজি মো. শাহ্জাহান লাঙ্গল প্রতীকে ৯৭ ভোট পেয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফজলে নূর তাপস এ আসনের সাংসদ নির্বাচিত হন। পদত্যাগ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করে জয়ী হন তিনি।