ভৈরবে মোটর শোরুমের অগ্নিদগ্ধ ২ জন মারা গেছেন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি মোটর শোরুমের অগ্নিদগ্ধ তিন ব্যক্তির মধ্যে দুজন মারা গেছেন।

আজ রোববার ভোররাত ও সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

মারা যাওয়া দুজন হলেন শোরুমের বিক্রয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও বিক্রয়কর্মী রাখাল বিশ্বাস।

দুজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল আলম খান। তিনি জানান, সাইফুল আজ ভোররাত চারটা ও রাখাল সকাল ১০টার দিকে মারা যান।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন অপরজন হলেন মো. হৃদয়। তাঁর অবস্থা উন্নতির দিকে।

গতকাল শনিবার বিকেলে মোটর শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হওয়ার পাশাপাশি শোরুমের বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়ে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, বাজাজ মোটরস নামের শোরুমটির অবস্থান ভৈরবের বঙ্গবন্ধু সরণির এমপি গার্লস হাইস্কুলের কাছে। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে রাখাল ও হৃদয় একটি মোটরসাইকেলের সার্ভিসিং করছিলেন। মোটরসাইকেলটি থেকে পেট্রল ও মবিল সরানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হন। একপর্যায়ে আগুন শোরুমের ভেতরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন শুরুতে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ভৈরব ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।