খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত ১: পুলিশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে সোহেল হাওলাদার ওরফে ঝুনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোহেল হত্যা, হত্যাচেষ্টা, মাদকসহ মোট ১৭টি মামলার আসামি ছিলেন বলছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সোহেলকে খোঁজা হচ্ছিল। গতকাল রাতে এপিবিএন বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে নিয়ে গতকাল শনিবার দিবাগত রাতে নাকদারপাড় এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সোহেলের সহযোগীরা গুলি ছোড়ে। ওতেই নিহত হন সোহেল।

সোহেলের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ বিষয়ে সোহেলের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ বলছে, সোহেল বিভিন্ন সময় জেলে ছিল। সবশেষ সাত/আট মাস আগে জামিনে ছাড়া পান। গতকাল রাতে কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফেরেন। মাদকের কেনাবেচার জন্য তিনি প্রায়ই কক্সবাজার যাতায়াত করতেন। জিজ্ঞাসাবাদে তিনি বেশ কয়েকজন ইয়াবা কারবারির নাম বলেছেন। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।