২৬ কেজি হরিণের মাংস উদ্ধার

বিষখালী নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। পাথরঘাটা, বরগুনা। ছবি: সংগৃহীত
বিষখালী নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। পাথরঘাটা, বরগুনা। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় ২৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার ছোনবুনিয়াসংলগ্ন বিষখালী নদীর চর থেকে এসব হরিণের মাংস উদ্ধার করে করে কোস্টগার্ড।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন বলেন, হরিণের মাংস পাচারের জন্য ছোনবুনিয়া ঘাটে মোটরসাইকেল নিয়ে পাচারকারীরা অপেক্ষা করছিল। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা সেখানে যান। বিষয়টি টের পেয়ে মাংস রেখে মোটরসাইকেলে করে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বিষখালী নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ২৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বন বিভাগের পাথরঘাটা বিট কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার বলেন, ‘আমাদের কাছে শুধু উদ্ধার করা মাংস কোস্টগার্ড হস্তান্তর করেছে। ওই মাংস কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। তবে কোস্টগার্ড সদস্যরা কাউকে গ্রেপ্তার বা এ সংক্রান্ত কোনো তথ্য না দেওয়ায় মামলা হয়নি।’

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ূন কবির বলেন, ‘হরিণের মাংস উদ্ধারের বিষয়টি কোস্টগার্ড আমাকে জানিয়েছে। তবে আইনি বিষয়টি কোস্টগার্ড ও বন বিভাগ দেখবে।’