মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে ফুটফুটে ছেলে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে এক ছেলের জন্ম দিয়েছেন। গতকাল রোববার রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান হয় তাঁর।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে মানসিক ভারসাম্যহীন ওই নারীর দেখাশুনা করে আসছিলেন মেহেদী সিকদার ও মুনিরা ইয়াসমিন নামে স্থানীয় দুই স্বেচ্ছাসেবী। মেহেদী নবজাতকের নাম রেখেছেন প্রত্যয়।

মেহেদী সিকদার প্রথম আলোকে বলেন, 'সন্তান প্রসবের আগে থেকে ওই নারীকে পাথরঘাটা হাসপাতালে রাখার চেষ্টা করেছি। কিন্তু ওই হাসপাতালে তাঁকে রেখে এলে এক বেলা থাকতেন, তো আরেক বেলা বাইরে চলে যেতেন। তাঁর সন্তান প্রসবের তারিখ ছিল ১৫ মার্চ। কিন্তু গতকাল রাত ৭টা ৫০ মিনিটে তাঁর কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলে সন্তান।'

মুনিরা ইয়াসমিন বলেন, 'ফুটফুটে সন্তানকে দেখে আমাদের অন্যরকম অনুভূতি হয়েছে। তবে ফুটফুটে বাচ্চাটির ঠাঁই কোথায় হবে? এর দায় কে নেবেন?'

মানসিক ভারসাম্যহীন ওই নারীর পাথরঘাটা সৌদি প্রবাসী হাসপাতালে অস্ত্রোপচার করেন চিকিৎসক বশির আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, 'মানসিক ভারসাম্যহীন নারী পাথরঘাটা হাসপাতালে ভর্তি ছিলেন। তবে ওই হাসপাতালে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থা না থাকায় তাঁরা আমাদের কাছে পাঠিয়েছেন। বিনামূল্য আমরা তাঁর অস্ত্রোপচার করেছি। ওষুধসহ আগামী সাত দিন এই হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা দেওয়া হবে।'

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে মেয়েটির পরিবারের বিষয়ে খোঁজ–খবর নেওয়া হয়েছে। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোঠালীপাড়ায়। এ ব্যাপারে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া