হোম কোয়ারেন্টিন না মেনে করেন দোকানদারি, পরে দণ্ড

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থেকে দিব্যি দোকানদারি করছিলেন ভারত থেকে ফেরা এক ব্যবসায়ী। পরে ওই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ ভারত থেকে দেশে ফিরে নিজের দোকানদারি করে আসছিলেন ওই ব্যবসায়ী। হোম কোয়ারেন্টিনের আদেশ অমান্য করে ব্যবসা ও লোকসমাগমে মিশে যান তিনি। এ খবর পেয়ে দোকান ঘরেই আটক করা হয় তাঁকে, পরে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে তাঁকে হোম কোয়ারেন্টিনে পাঠান ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে সৈয়দপুর ইউএনও নাসিম আহমেদ বলেন, এ পর্যন্ত ৩৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর মধ্যে কেউ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।