ইচ্ছেমতো ঘোরাফেরা, প্রবাসীকে জরিমানা

পিরোজপুরের কাউখালী উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থেকে ঘোরাফেরা করায় কুয়েতফেরত এক প্রবাসীকে (৩৫) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন এই সাজা দেন। 

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির বাড়ি কাউখালীর শিয়ালকাঠি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মার্চ ওই ব্যক্তি কুয়েত থেকে দেশে ফেরেন। এরপর তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে ইচ্ছেমতো ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে রোববার রাত ১০টার দিকে ইউএনও খালেদা খাতুন শিয়ালকাঠি গ্রামে গিয়ে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর তাঁকে উপজেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা একটি বিদ্যালয়ে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেন।
ইউএনও খালেদা খাতুন বলেন, কুয়েত থেকে দেশে ফিরে ওই ব্যক্তি হোম কোয়ারেন্টিনে না থাকায় তাঁকে জরিমানা করা হয়েছে। তাঁকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।