বরিশাল বিভাগে হোম কোয়ারেন্টিনে আরও ৪৮৬ জন

বরিশাল বিভাগে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনের তালিকায় যুক্ত হয়েছেন ৪৮৬ জন। তাঁরা সবাই প্রবাসী।

এ নিয়ে মোট কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৯৪। আজ বিভাগীয় স্বাস্থ্য বিভাগ এ তথ্য দিয়েছে।

গতকাল রোববার বিভাগীয় স্বাস্থ্য বিভাগ নতুন করে ৪১১ জনের কোয়ারেন্টিনে থাকার তথ্য দিয়েছিল। বরিশালে বিদেশফেরত ব্যক্তির সংখ্যা ১০ হাজারের বেশি।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বিভাগের ছয় জেলায় নতুন করে হোম কোয়ারেন্টিনে (বাড়িতে পৃথক কক্ষে) থাকা ব্যক্তিদের মধ্যে বরিশালে ৩৯ জন, পটুয়াখালীতে ৩০৭, ভোলায় ২৪, পিরোজপুরে ৫৪, বরগুনায় ৪৪ ও ঝালকাঠিতে ১৬ জন। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় নতুন ২ জনসহ ১১ জনকে হোম কোয়ারেন্টিনে আছেন। সূত্র আরও জানায়, বরিশাল বিভাগে ১০ মার্চ থেকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টিন শেষ করেছেন ২৮৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, হোম কোয়ারেন্টিনে থাকা ১ হাজার ৯৯৪ জনের অধিকাংশই প্রবাসী। এ ছাড়া বরগুনা ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা তিনজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারও করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়নি।