ঘোড়াঘাটে প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোড়াঘাটের পালশা এলাকায় এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। ছবি: প্রথম আলো
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোড়াঘাটের পালশা এলাকায় এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ও সচেতনতা বাড়াতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিচ্ছে উপজেলা প্রশাসন। গত রোববার বিকেল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম বলেন, ১০ মার্চ থেকে রোববার পর্যন্ত উপজেলায় মোট ৭৪ জন বিদেশ থেকে এসেছেন। আজ সোমবার দুপুরের মধ্যে সব বাড়িতে লাল পতাকা স্থাপন করা হয়েছে। করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রবাসীদের বাড়িতে এই লাল পতাকা স্থাপন করা হচ্ছে। এসব ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছে। এ কাজে স্থানীয় পুলিশ প্রশাসন সহযোগিতা করছে। লাল পতাকা লাগানো বাড়িতে কেউ যেন যাতায়াত না করেন এবং প্রবাসীরাও যেন বাড়ি থেকে বের না হন, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও জানান, করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে মাইকিং করা হচ্ছে। প্রতিটি সরকারি অফিসে হাত ধোয়ার জন্য কর্নার করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারক কার্যক্রম জোরদার করা হয়েছে।