ঘটা করে মেয়ের বিয়ে দিয়ে ওএসডি হলেন সিভিল সার্জন

সিভিল সার্জনের সরকারি বাসভবনে ফুল দিয়ে সাজানো হয়েছিল ফটক। ছবি: প্রথম আলো
সিভিল সার্জনের সরকারি বাসভবনে ফুল দিয়ে সাজানো হয়েছিল ফটক। ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করে মেয়ের বিয়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে ওএসডি করা হয়।
একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ইন্ডাস্ট্রিয়াল হেলথ) চিকিৎসক মোহাম্মদ একরাম উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী সিভিল সার্জন শাহ আলমকে আগামী সাত কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে যোগদানের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় অষ্টম কার্যদিবসে নিজ কার্যালয় থেকে তিনি তাৎক্ষণিক অব্যাহতি বলে গণ্য হবেন।
গত শুক্রবার বেশ ঘটা করে মেয়ের বিয়ে দেন শাহ আলম। বর একজন প্রকৌশলী আর কনে দন্ত চিকিৎসক। শাহ আলম নিজের সরকারি বাসভবনে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে আসা কয়েকজন অতিথি জানিয়েছিলেন, ৩০০ থেকে ৩৫০ জনের জন্য খাবার আয়োজন করেন শাহ আলম।
তবে শাহ আলম প্রথম আলোকে বলেছেন, ২০ থেকে ৩০ জনের জন্য আয়োজন করেছেন।