ব্যাংক থেকে ধরে কোয়ারেন্টিনে পাঠানো হলো ব্যাংকারকে

১৯ মার্চ ভারত থেকে বাংলাদেশে এসে ব্যাংকের কাজ চালিয়ে যাচ্ছিলেন এক ব্যাংক কর্মকর্তা। অথচ নিয়ম অনুযায়ী তাঁর ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার কথা ছিল। আজ সোমবার ওই ব্যাংক কর্মকর্তাকে ব্যাংক থেকে ধরে নিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন।

দুপুরে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এ অভিযান চালান।

ওই ব্যাংক কর্মকর্তার (৩৫) বাড়ি পাবনায়। তিনি বানেশ্বরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
রুমানা আফরোজ বলেন, ওই ব্যক্তির হোম কোয়ারেন্টিনের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে প্রতিদিন।
বেশি দামে চাল বিক্রি করে জরিমানা দিলেন ৯ ব্যবসায়ী
পুঠিয়ার ঝলমলিয়া বাজারে বেশি দামে চাল বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া নগরের মোল্লাপাড়ায় বেশি দামে চাল বিক্রির অভিযোগে দুই চাল ব্যবসায়ী ও একজন আদা ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। চাল ব্যবসায়ী আবুল হাসানকে ৫০ হাজার টাকা, সালাম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর একজন আদা ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু আসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, চাল ব্যবসায়ীরা পাইকারি বাজারে কেজিপ্রতি ৬ টাকা বেশি দরে চাল বিক্রি করছিলেন। আর আদা ব্যবসায়ী অন্য বিক্রেতাদের চেয়ে বেশি দামে বিক্রি করেছেন। এ কারণে তাঁদের জরিমানা করা হয়েছে।