বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্তের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করেছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার পরিবেশ কমিটি। গতকাল সোমবার রাতে এ লকডাউনের ঘোষণা দেওয়া হয়।

এ কমিটির সভাপতি অধ্যাপক প্রাণ কানাই সাহা ও সদস্যসচিব আ ফ ম সাইফুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ আবাসিক এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। তাই আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার জন্য প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আগামী ১৪ দিন নিজ নিজ বাসায় অবস্থান করার অনুরোধ করা হলো।’

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতকাল সোমবার রাতে রাজধানীর খিলগাঁও কবরস্থানে করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফন করা হচ্ছে বলে গুজব রটে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী লাশ দাফন না করতে দিতে সেখান জড়ো হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে নিশ্চিত করেন, সেখানে এ ধরনের কোনো লাশ দাফন করা হয়নি। এটা পুরোপুরি গুজব ছিল।