বেশি দামে পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে নেত্রকোনার কলমাকান্দায় বেশি দামে পণ্য বিক্রি ও দোকানে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত সাতটার দিকে উপজেলা সদরের চালমহাল এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।

দণ্ডপ্রাপ্তরা হলেন কলমাকান্দা বিশাড়া গ্রামের মো. শুক্কুর আলী, বাসাউড়া গ্রামের সুজিত সাহা ও আনন্দপুর গ্রামের সেন্টু সরকার। তাঁরা প্রত্যেকেই চালমহাল এলাকার ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জান গেছে, ওই ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করছিলেন। একই সঙ্গে দোকানে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন করেননি। গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

ইউএনও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।