বরিশালে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ২৩৮ জন

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ২ হাজার ২৩৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ২৩৮ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, হোম কোয়ারেন্টিনে (বাড়িতে পৃথক কক্ষে) থাকা এসব ব্যক্তির বেশির ভাগই বিদেশফেরত। এর মধ্যে বরিশাল জেলায় নতুন ৮১ জনসহ ৪৭৮ জন, পটুয়াখালীতে নতুন ২০ জনসহ ৬০৭ জন, ভোলায় নতুন ৫০ জনসহ ৩২২ জন, পিরোজপুরে নতুন ৩৯ জনসহ ৩৪২ জন, বরগুনায় নতুন ৩৬ জনসহ ৩০০ জন ও ঝালকাঠিতে নতুন ১০ জনসহ ১৭১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় নতুন দুজনসহ ১৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে বিভাগটিতে গত ১০ মার্চ থে‌কে হোম কোয়ারেন্টিনে থাকা মোট ৫৩০ জনের মেয়াদ শেষ হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে ২৪৪ জনের। কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ১০৭ জন, পটুয়াখালীতে ১৮০ জন, ভোলায় ৬০, পিরোজপুরে ৫৩ জন, বরগুনায় ৮৩ জন ও ঝালকাঠি জেলায় ৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, হোম কোয়ারেন্টিনে থাকা ২ হাজার ২৩৪ জনের অধিকাংশই প্রবাসী। এ ছাড়া বরগুনা ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন চারজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে করোনা সন্দেহে ভর্তি হয়েছেন আরও দুজন। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।