গোবর ও খড়ের গাদায় ফেনসিডিল, গ্রেপ্তার ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৬৪৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার কেশবপুর গ্রামের এক বাড়ির পাশে গোবরের স্তূপ ও খড়ের গাদা তল্লাশি করে পুলিশ এই ফেনসিডিল জব্দ করে। পরে তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার করা দুই মাদক ব্যবসায়ী হলেন উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের কবিজউদ্দিনের ছেলে তাছিরউদ্দিন (৩৫) ও একই গ্রামের মৃত মানু মিয়ার ছেলে ইনারুল ইসলাম (৩৪)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের ভাষ্য, কেশবপুর গ্রাম থেকে মাদকদ্রব্যের একটি বড় চালান পাচার হবে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ ৬৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।

পুলিশ জানায়, আটক দুই ব্যক্তির নামে বিরামপুর থানায় মাদকবিষয়ক বেশ কয়েকটি মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।