প্রবাসীরা ৯৯৯ অথবা থানায় ফোনে নিজের অবস্থান জানান

১ মার্চ থেকে দেশে আসা প্রবাসীদের মধ্যে যাঁরা পাসপোর্টের ঠিকানার বাইরে অন্য ঠিকানায় অবস্থান করছেন, তাঁদের ৯৯৯ বা নিকটস্থ থানায় ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে। গত রাতে এক ভিডিও বার্তায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) সোহেল রানা এই নির্দেশ জারি করেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সদর দপ্তর প্রবাসী অথবা তাঁদের পক্ষ থেকে যে–কাউকে নিকটস্থ থানায় যোগাযোগের নির্দেশ দিয়েছিল। তাদের হিসাবে ১ মার্চ থেকে মোট ২ লাখ ৯৩ হাজার প্রবাসী দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত পুলিশ ১৮ হাজারের ঠিকানা পেয়েছে। আর জানুয়ারি থেকে সাড়ে ছয় লাখ মানুষ দেশে এসেছেন।

এর মধ্যে মার্চ মাসের ২০ দিনেই আসেন ২ লাখ ৯৩ হাজার। কোয়ারেন্টিনে যান মাত্র ১৭ হাজার ৭৯০ জন। দেশে আসার সময় সঠিক ঠিকানা না দেওয়া এবং পাসপোর্টের ঠিকানায় অবস্থান না করার কারণে ফিরে আসা এসব লোককে খুঁজে পায়নি পুলিশ।

করোনা সংক্রমণ রুখতে প্রবাসীদের নাম নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।