বেশি দামে চাল বিক্রি, ২ আড়তের জরিমানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বেশি দামে চাল বিক্রি করায় দুইটি আড়তকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিভিন্ন অভিযোগে তিনটি ওষুধের দোকানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজারের স্কয়ার মেডিকেল হল, শরিফ মেডিকেল হল ও আজিজ মেডিকেল হল নামের ওষুধের দোকানে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ সময় তিনটি দোকানকে দুই লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেশি দামে চাল বিক্রি করার অভিযোগে মা চালের আড়ত ও ভাই চালের আড়ত নামের দুইটি চালের আড়তকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন র‍্যাব -১২ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইমরান।