কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি কারখানায় আগুন লেগেছে। বুধবার দুপুরে উপজেলার তেলীহাটি ইউনিয়নের আবদার গ্রামে জমজম স্পিনিং কারখানায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ প্রতিবেদন লেখার সময় সর্বশেষ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে হঠাৎ কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানাটিতে তুলা মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে তিনি জানাতে পারেননি।