জীবাণুনাশক ছিটানো নিয়ে সংঘর্ষে আহত ১০

সিলেটে করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক ছিটানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে নগরের পশ্চিম কাজলশাহ এলাকার এতিম স্কুল রোডে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন রাসেল আহমদ, সাকিব আহমদ, গৌছ মিয়া, মামুন আহমদ, মান্না মিয়া, শাকিল হোসেন, সাইফুল ইসলাম, শাহনুর মিয়া, গিয়াস মিয়া, রুহেল, ইমন ও জসিম। এদের মধ্যে দুজন এখনো স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার বিকেলে কাজলশাহ এতিম স্কুল রোডে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করছিলেন কয়েকজন তরুণ। এ সময় পশ্চিম কাজলশাহ এলাকার গিয়াস মিয়া নামে এক ব্যক্তির হাতে জীবাণুনাশক দিতে গেলে তিনি তরুণদের গালিগালাজ করেন। এ নিয়ে কাজলশাহ এলাকার বাসিন্দা ও এতিম স্কুল এলাকার বাসিন্দাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তা সংঘর্ষে পরিণত হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় ১০ জন আহত হন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।