টোলারবাগের লকডাউন থেকে পালিয়ে তাঁরা বাসাইলে

ঢাকার টোলারবাগের লকডাউন থেকে পালিয়ে একটি পরিবার টাঙ্গাইলের বাসাইলে আশ্রয় নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানকার তিনটি পরিবারকে লকডাউন করে। সেইখবরে উৎসাহী জনতার ভিড়। ছবি: প্রথম আলো
ঢাকার টোলারবাগের লকডাউন থেকে পালিয়ে একটি পরিবার টাঙ্গাইলের বাসাইলে আশ্রয় নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানকার তিনটি পরিবারকে লকডাউন করে। সেইখবরে উৎসাহী জনতার ভিড়। ছবি: প্রথম আলো

ঢাকার মিরপুরের টোলারবাগে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ওই এলাকা লকডাউন করা হয়। সেই লকডাউন থেকে পালিয়ে একটি পরিবার আশ্রয় নেয় টাঙ্গাইলের বাসাইলের একটি বাড়িতে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই পরিবারসহ তিনটি পরিবারকে আজ বৃহস্পতিবার লকডাউন করে।

টোলারবাগের পরিবারটি বাসাইলের একটি বাড়িতে অবস্থান করছে জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী আজ বেলা ১১টার দিকে সেখানে অভিযানে যান। সেখানে তিনটি পরিবারের ১২ সদস্যকে অবরুদ্ধ থাকতে বলেন। টোলারবাগের পরিবারটিকে আশ্রয় দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আশ্রয়দাতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় ব্যক্তিরা বলেন, এক ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে পাঁচ দিন আগে লকডাউন হওয়া টোলারবাগের বাসা থেকে বাসাইলে শ্বশুরবাড়িতে চলে আসেন। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি টের পেয়ে উপজেলা প্রশাসনকে জানান। প্রশাসন পরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

মোহাম্মদ ফজলে এলাহী বলেন, তিন পরিবারকে লকডাউন করা হয়েছে। তারা বাড়ির বাইরে বের হতে পারবেন না। তাদের খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ওই গ্রামের ওমানফেরত এক প্রবাসী কোয়ারেন্টিনে না থাকায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন একই ভ্রাম্যমাণ আদালত।