২০ হাজার পরিবারকে চাল-ডাল দেবেন মেয়র আতিক

মেয়র আতিকের সহযোগিতায় ‘বিডি ক্লিন’-এর কর্মীরা ২০ হাজার মানুষের জন্য চাল-ডাল-ভোজ্যতেল-আলু-সাবান প্যাকেট করছেন। ছবি: সংগৃহীত
মেয়র আতিকের সহযোগিতায় ‘বিডি ক্লিন’-এর কর্মীরা ২০ হাজার মানুষের জন্য চাল-ডাল-ভোজ্যতেল-আলু-সাবান প্যাকেট করছেন। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে থাকা ঢাকায় বসবাসরত নিম্নআয়ের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। এ লক্ষ্যে তিনি ঢাকার দরিদ্র প্রায় ২০ হাজার পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় চাল-ডাল-ভোজ্যতেল-আলু-সাবান এবং নিজের পোশাক কারখানায় তৈরি মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানান।

২০ হাজার পরিবারকে বিতরণের লক্ষ্যে প্রতিদিন ২ হাজার মোড়কে খাবার মোড়কজাত করা হচ্ছে। মোড়কজাত করা শেষে ২৯ মার্চ থেকে এগুলো ঢাকা উত্তর সিটির বস্তিতে বসবাসকারী মানুষের কাছে এগুলো বিতরণ করা হবে। ‌

আতিকুল ইসলাম বলেন, ‌‌‘যাঁরা প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল তাঁরা এ সময় কিছুই করতে পারছেন না। এ জন্য নিজের উদ্যোগে তাঁদের জন্য খাবার দিচ্ছি। আমি আহ্বান জানাই আমাদের যার যা আছে তা নিয়েই মানুষের পাশে দাঁড়াই।’

নিম্নআয়ের মানুষদের সহযোগিতায় তৈরি হওয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট। ছবি: সংগৃহীত
নিম্নআয়ের মানুষদের সহযোগিতায় তৈরি হওয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট। ছবি: সংগৃহীত

ডিএনসিসির মেয়র বলেন, ‌‘আমরা পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার ভোজ্যতেল এবং একটি হুইল সাবান দেওয়ার পরিকল্পনা নিয়েছি। আমার কারখানায় বলে দিয়েছিলাম মাস্ক তৈরি করতে। যাদের খাবার দিচ্ছি তাদের এর সঙ্গে তিনটি মাস্কও দিচ্ছি। এগুলো বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা হবে। কোনো জনসমাগম যাতে না হয়, সে দিকে খেয়াল রাখা হবে।’

‘বিডি ক্লিন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এগুলো মোড়কজাত করতে সহযোগিতা করছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা এ কাজে সহযোগিতা করছেন বলে জানান আতিকুল ইসলাম। এ ছাড়া আরও যাঁরা সহযোগিতা করতে চান, তাঁরা বনানীর বি ব্লকের ১৪ নম্বর সড়কের ৭৭/এ নম্বর বাড়িতে সহযোগিতা পাঠাতে কিংবা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন বলে জানান আতিকুল ইসলাম।