ছেলের দায়ের কোপে বাবা খুন, মা আহত

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গাছ কাটতে নিষেধ করায় ছেলের হাতে থাকা দায়ের কোপে বাবা খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর মা। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই বাবার নাম আবদুল করিম (৬০)। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাঁর স্ত্রী মিনারা বেগম। তাঁদের ওপর হামলা চালিয়েছেন তাঁদের ছেলে রাহেল আহমদ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির সামনের কয়েকটি গাছ কাটতে যান রাহেল আহমদ। গাছ কাটতে নিষেধ করেন তাঁর বাবা আবদুল করিম ও মা মিনারা। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে রাহেল তাঁর মা ও বাবাকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবদুল করিমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মিনারা বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল করিম কাসিমী বলেন, গাছ কাটতে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে মা ও বাবাকে কুপিয়েছেন ছেলে। স্থানীয় লোকজন রাহেলকে আটকের চেষ্টা করলে তাঁদের ওপর হামলার চেষ্টা করেন তিনি। পরে তিনি পালিয়ে গেছেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আবদুল করিমের চার ছেলে। প্রত্যেকেই আলাদা থাকেন। শুক্রবার সকালে এক ছেলে রাহেল আহমদ বাড়ির সামনের কয়েকটি গাছ কাটতে গেলে মা ও বাবা নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাহেল তাঁদের ওপর হামলা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রাহেলকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।