হবিগঞ্জে গুজব ঠেকাতে প্রশাসন মাঠে

হবিগঞ্জে করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি এবং ভূমিকম্প নিয়ে গুজব ঠেকাতে প্রশাসন মাঠে রয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন। আজ শুক্রবার প্রথম আলোকে তিনি এ কথা বলেছেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ভূমিকম্প হওয়ার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মানুষের মুখে মুখে গুজব ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে বিভিন্ন উপাদান সেবনের গুজবও ছড়িয়ে পড়ে।
হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার বলেন, 'আমরা করোনাভাইরাস প্রতিরোধ এবং সচেতনতার বিষয়ে প্রচার চালাচ্ছি। পাশাপাশি গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।' ®গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করা হলে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।