হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজার রেখেও বলছিল নেই

ফরিদপুরে হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির কারণে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল চারটার দিকে শহরের শিশু হাসপাতালের সামনে অবস্থিত আল মাসুম ফার্মেসিতে এই অভিযান চালান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার ফরিদপুর জেলা কার্যালয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের কার্যালয়ের স্যানিটারি পরিদর্শক বজলুর রশিদ খান।
সোহেল শেখ বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানের সময় ক্রেতা সেজে গেলে বলা হয়, দোকানে হেক্সিসল, স্যানিটাইজার নেই। পরে দোকানে তল্লাশি করে ওই পণ্যগুলো পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।