বাইরে ঘোরাঘুরি করায় 'লন্ডনি' পরিবার কোয়ারেন্টিনে

সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তিন প্রবাসী। প্রকাশ্যে তাঁরা ঘোরাঘুরি করছিলেন। এমন অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত যান ওই বাড়িতে। তিনি তিন প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেন।
আজ শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের হবিবপুরে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, সম্প্রতি যুক্তরাজ্য থেকে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি তাঁর স্ত্রী ও ২৫ বছর বয়সী এক ছেলে নিয়ে দেশে ফেরেন। এই প্রবাসী পরিবার হোম কোয়ারেন্টিনের আইন না মেনে বাইরে ঘোরাঘুরি করছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত বলেন, ‘স্থানীয় লোকজনের অভিযোগ, অতিসম্প্রতি বিদেশফেরত ওই তিনজন প্রকাশ্যে চলাফেরা করছিলেন। এর মধ্যে একজন অসুস্থও রয়েছেন। এ ধরনের অভিযোগ পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে বিদেশফেরত তিনজনকে হোম কোয়ারেন্টিনে রেখেছি। আইন অমান্য করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বললে তাঁরা হোম কোয়ারেন্টিনে থাকার কথা দিয়েছেন।’
অভিযানকালে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী ও একদল পুলিশ উপস্থিত ছিলেন।