আগুনে ঘরে আটকা পড়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বসতঘরে আগুন লেগে মাহফুজা আক্তার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

মাহফুজা আক্তার উপজেলার দক্ষিণ–পূর্ব ভান্ডারিয়া গ্রামের আবদুল ওহাবেব মেয়ে। তিনি স্থানীয় খান সাহেব আবদুল মজিদ জমাদ্দার কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাহফুজা আক্তার উপজেলার দক্ষিণ–পূর্ব ভান্ডারিয়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন। গতকাল রাত তিনটার দিকে আবদুল ওহাবের কাঠের দোতলা ঘরে আগুন লাগে। এ সময় পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারলেও দোতলায় ঘুমিয়ে থাকা মাহফুজা আক্তার বের হতে পারেননি। ঘরে আটকা পরে তিনি আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন হাওলাদার বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের মধ্যে আটকা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।


ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।